সুজন তালুকদার - ছাতক প্রতিনিধি
ছাতকে ছৈলা- আফজালাবাদ ইউনিয়নের ফ্রেন্ডস্ ফুটবল ক্লাব লাকেশ্বর বাজার কর্তৃক আয়োজিত ফুটবল টুনামেন্টের ফাইনাল সম্পন্ন।১৯ এপ্রিল শুক্রবার স্থায়ীয় লাকেশ্বর বাজারের পশ্চিমের মাঠে অনুষ্টিত ফাইনালে অংশগ্রহণ করেন লিটল ব্রাদার্স স্পোটিং ক্লাব ছাোট পলির গাঁও বনাম ছোটন এন্ড তারেক স্পোটিং ক্লাব।
উক্ত খেলার পুরুস্কার বিতরনী অনুষ্টানে লাকেশ্বর বাজার ও খেলা পরিচালনা কমিটির সভাপতি হারিছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা ও ছৈলা- আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ,আওয়ামীলীগ নেতা রঞ্জিত দাস,ছৈলা- আফজালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক মেম্বার ফিরুজ আলী,সহ সভাপতি খালেদ হাসান,উপজেলা যুবলীগের সহ সভাপতি আবু হনিফা সায়মন,প্রথম পুরুস্কার দাতা প্রবাসী নুর উদ্দিন,দিতৃয় পুরুস্কার দাতা ছালিক আহমদ, লাকেশ্বর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান,মুরুব্বি আমীর আলী,মতাহির আলী,মস্তফা ফকির,আপ্তাব উদ্দিন,লেবু মিয়া,আব্দুল মমিন মটুক,খরম উল্লাহ,সমছু মিয়া,তজমুল আলী,সাদ মিয়া,নোয়াব আলী মেম্বার,লাল মিয়া মেম্বার,আব্দুল ওয়াহিদ মেম্বার,যুবনেতা মেহেদি হসান ফয়েজ,সামছুল হক,খলিল মিয়া,বাদশা মিয়া,সেলিম আহমদ জয়,প্রবাসী ছাইম উদ্দীন,নুরুল হক মেম্বার,সামছুল হক,ব্যাবসায়ী কছির আলী,আব্দুর রশিদ,সুহেল রানা,সফিক মিয়া,মাষ্টার আব্দুল বাছিত,রমজান আলী,উজ্জীবক সুজন তালুকদার,নেছার আহমদ প্রমুখ।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন খেলা পরিচালনা কমিটির সদস্য সামছুল হক উভয় দলে দেশ বিদেশী ভালো ভালো খেলোয়ারদের খেলা উপভোগ করতে ছিল ফুটবল প্রেমিকদের ব্যাপক উপস্থিতি ফাইনাল খেলাতে সুন্দর খেলা উপহার দিয়ে লিটল ব্রাদার্স ছোট পলির গাঁও কে ০৩ গোলে হারিয়ে বিজয়ী ছোটন এন্ড তারেক স্পোর্টিং ক্লাব লাকেশ্বর পশ্চিম পাড়া।খেলা শেষে উভয়দলের অধিনায়কদের হাতে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
0 Comments:
মতামতের জন্য ধন্যবাদ।