আবু সায়েম মৃধা - কচুয়া প্রতিনিধি
কচুয়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সবুজ পাটওয়ারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোর রাতে উপজেলার মাঝিগাছা গ্রাম থেকে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান ভূঁইয়ার নেতৃত্বে সহকারী পুলিশ উপ-পরিদর্শক মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সবুজ উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের আঃ রহিম পাটওয়ারির ছেলে।
প্রসংগতঃ ২০১৭ সালে মোঃ সবুজ পাটওয়ারির স্ত্রী বাদী হয়ে যৌতুক নিরোধ আইন এর ৪ ধারায় তাকে বিবাদী করে মামলা করলে চাঁদপুরের বিজ্ঞ আদালতের সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট সবুজকে দুই বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ডসহ অনাদায়ে একমাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে কচুয়া থানার সহকারী পুলিশ উপপরিদর্শক মফিজুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আমি কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান ভূঁইয়া স্যারের নেতৃত্বে মঙ্গলবার ভোররাতে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী সবুজকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। এবং গ্রেফতারকৃত আসামী সবুজকে মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে চাঁদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।